
নিজস্ব প্রতিবেদক, শেরপুর:
শেরপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে শহরের জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা হয়।
ক্রীড়া পরিদপ্তরের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মো. শাকিল আহমেদ। জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন, প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নত আলী।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, অভিভাবক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ৪০ জন বালক ও বালিকা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে সেরা প্রতিভাবানদের বিভাগীয় দলে অন্তর্ভুক্ত করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হবে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সাঁতার প্রশিক্ষক সরোয়ার জাহান পপলিন।