
আশ্বিনাকান্দার মিমের পাশে ‘সার্চ’ — নতুন স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে এক শিক্ষার্থীর জীবন
অর্থনৈতিক সংকট যখন এক মেধাবী শিক্ষার্থীর স্বপ্নে , ঠিক তখনই সহায়তার হাত বাড়িয়ে দিলো — সার্চ। মানবিক সহায়তার এই অনন্য নজির স্থাপন করেছে কুড়িকাহনিয়া ইউনিয়নের আশ্বিনাকান্দা গ্রামের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আফরা আনান মিমকে নিয়ে।
মিম, স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, নিজের অধ্যবসায় ও মেধার জন্য শিক্ষক-সহপাঠীদের কাছে অত্যন্ত প্রিয়। কিন্তু দারিদ্র্যের কঠিন বাস্তবতা তার শিক্ষার পথ রুদ্ধ করে দিচ্ছিল। পরিবারের পক্ষে প্রয়োজনীয় পাঠ্যবই কেনা সম্ভব হচ্ছিল না। ফলে মিমের শিক্ষাজীবন হঠাৎই থেমে যাওয়ার উপক্রম হয়।
এমন সময়ে এগিয়ে আসে ‘সার্চ’ — একটি সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে আসছে। মিমের অবস্থা জানতে পেরে প্রতিষ্ঠানটি দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় পাঠ্যবইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তার হাতে পৌঁছে দেয়। আবারও স্কুলে ফিরে যায় আফরা আনান মিম — চোখে তার নতুন স্বপ্ন, মনে অটুট দৃঢ়তা।
মিমের মা জানান, “আমরা ভেবেছিলাম মেয়ের পড়ালেখা এখানেই থেমে যাবে। কিন্তু সার্চ যে ভাবে পাশে দাঁড়িয়েছে, তা কখনো ভুলবো না। ওদের জন্যই আমার মেয়ে আবার বই হাতে নিয়েছে।”
সার্চ-এর একজন স্বেচ্ছাসেবক বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার আছে। মিমের মতো মেধাবীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এই ঘটনা কেবল একজন শিক্ষার্থীর জীবন পরিবর্তন করেনি, বরং একটি গ্রামের ভেতর শিক্ষার গুরুত্ব ও সামাজিক দায়িত্ববোধের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। মিমের চোখে আজ ভরসার আলো — যা তাকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনের আলোকিত পথে।