
মোঃ নমশের আলম :
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শেরপুরে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন শেরপুর জেলা শাখার উদ্যোগে সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
ভিডিও লিংক :
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, নালিতাবাড়ী উপজেলার মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা সুলতানা সহ জেলার ৫ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের যথাযথ মর্যাদা ও ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করতে নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা বাস্তবায়ন অতি জরুরি। এতে স্বাস্থ্য সহকারীদের ন্যায্য গ্রেড, ইন-সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্নকারীদের পদোন্নতি, টাইম স্কেল যুক্তকরণ ও টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতের কথা উল্লেখ করেন বক্তারা।
তারা আরও জানান, দাবিগুলো বাস্তবায়ন হলে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করা সম্ভব হবে।
সংগঠনটির ৬ দফা মূল দাবি : ১. নিয়োগবিধি সংশোধন করে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ২. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ। ৩. ধারাবাহিকভাবে পদোন্নতির ক্ষেত্রে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ। ৪. অভিজ্ঞতার ভিত্তিতে পূর্বের নিয়োগবিধি অনুযায়ী কর্মরতদের বেতন স্কেল অন্তর্ভুক্তি। ৫. টাইম স্কেল ও উচ্চতর গ্রেডগুলো পুনর্নির্ধারিত বেতন স্কেলের সাথে সংযুক্তকরণ। ৬. ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের সরাসরি ১১তম গ্রেড প্রদান।
এ সময় বক্তারা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।