
নিয়োগবিধি সংশোধন ও টেকনিক্যাল পদমর্যাদার দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি
মোঃ নমশের আলম, শেরপুর ||
প্রকাশ: ২৫ জুন ২০২৫
নিয়োগবিধি সংশোধন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ৬ দফা দাবিতে শেরপুরে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সারাদেশের ন্যায় মঙ্গলবার (২৫ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। শেরপুর জেলা সদরসহ জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্বাস্থ্য সহকারীরা একযোগে এ কর্মসূচিতে অংশ নেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদানসহ স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক অনেক অর্জন সম্ভব হয়েছে। কিন্তু আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো বাস্তবায়ন হয়নি। বিগত সরকার শুধু আশ্বাস দিয়ে গেছে।”
তাঁরা আরও জানান, “দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। পরবর্তী কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে।”
এ সময় বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বাস্থ্য সহকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।
প্রসঙ্গত, সারাদেশের স্বাস্থ্য সহকারীরা একই দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছেন, যার মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানানো হচ্ছে।