
শেরপুর প্রতিনিধি :
শেরপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৪ জুন) রাত ৯টার দিকে শেরপুর-শ্রীবরদী সড়কের মোবারকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার যোগনিমোড়া নামাপাড়া এলাকার ইমরান হোসেন (১৮), আল আমিন (১৯) এবং তৃতীয় লিঙ্গের সদস্য ডিজে (২৬)। আহত দু’জনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় শেরপুর থেকে শ্রীবরদীর দিকে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথে মোবারকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই মারা যান আল আমিন ও ডিজে। গুরুতর আহত অবস্থায় ইমরানসহ অপর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানেই ইমরানের মৃত্যু হয়।
ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে গেলেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাদিম আনজুম সিয়াম জানান, “ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে আনার পর আরও একজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।”
শেরপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল কাদের জানান, “আমরা ঘটনাস্থল থেকে একজন পুরুষ ও একজন তৃতীয় লিঙ্গের মরদেহ উদ্ধার করি। বাকি তিনজনকে স্থানীয়রা হাসপাতালে পাঠায়।”
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, “নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।