
স্টাফ রিপোর্টার :
শেরপুর সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে বিভিন্ন জাতীয় দিবস ও সাংস্কৃতিক উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
৩ জুন (মঙ্গলবার) বিকেলে গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, কবিতা পাঠ, বইপাঠ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৭৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এই প্রতিযোগিতাগুলো আয়োজন করা হয়েছিল —
🔹 ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
🔹 ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস
🔹 বাংলা নববর্ষ ১৪৩২
🔹 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন– লাইব্রেরিয়ান সিরাজাম মুনির, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ আতিকুর রহমান, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, কবি ও প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মানিবুল ইসলাম, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন।
বক্তারা শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, প্রযুক্তিনির্ভর যুগে কাগজের বইয়ের প্রয়োজনীয়তা ও পাঠাভ্যাস গড়ে তোলা শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও মূল্যবোধ জাগরণের জন্য অত্যন্ত জরুরি।