
ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে চাল বিতরণ, তদারকিতে ইউএনও
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাতটি ইউনিয়নের ১২ হাজার ৬১৭টি দুঃস্থ, অসহায় ও অতি দরিদ্র পরিবার পেয়েছে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল।
সোমবার (২ জুন) সকাল থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একযোগে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সরেজমিনে বিভিন্ন ইউনিয়নে গিয়ে এ কার্যক্রম পর্যবেক্ষণ ও তদারকি করেন। তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এ চাল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন হয়। মোট ১২৬১৭টি পরিবারকে ইউনিয়নভিত্তিক জনসংখ্যা অনুপাতে চাল প্রদান করা হয়। ইউনিয়নভিত্তিক প্রাপকের সংখ্যা নিম্নরূপ:
ঝিনাইগাতী সদর: ২১৭০ জন
কাংশা: ২৪৪২ জন
নলকুড়া: ২১৯৩ জন
ধানশাইল: ১৬৮৮ জন
গৌরীপুর: ১২৩০ জন
হাতীবান্ধা: ৯২৯ জন
মালিঝিকান্দা: ১৯৬৫ জন
এ সময় প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যানসহ দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্পন্ন হয়।
সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন বলেন, “ইউএনও মহোদয়ের দিকনির্দেশনায় আমরা সুষ্ঠুভাবে চাল বিতরণ করতে পেরেছি। প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য পেয়েছেন।”
এদিকে উপজেলা প্রশাসনের স্বচ্ছ তদারকিতে সুশৃঙ্খলভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।