
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চল বাতকুচি গ্রামে ভয়াবহ বন্য হাতির হামলায় ছুরতন নেছা (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (৩০ মে) রাত দেড়টার দিকে আনুমানিক ৪১টি বন্য হাতির একটি দল ওই গ্রামে হামলা চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে প্রবল বৃষ্টির মধ্যে হাতির দল গ্রামে হানা দেয়। ভিজে ভিজে আতঙ্কিত গ্রামবাসী হাতি তাড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। অসহায় ছুরতন নেছা ঝুপড়ি ঘরে একা ছিলেন। হাতির দল তার ঘর ভেঙে ভিতরে ঢুকে বৃদ্ধাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে এবং পাশেই পায়ে পিষে হত্যা করে।
স্থানীয়দের ভাষ্যমতে, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ ব্যাপক হারে বেড়েছে। ফসল, ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি মানুষের প্রাণহানির ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে।
বাতকুচি এলাকার সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “হাতি থাকবে, না মানুষ থাকবে— এটা সরকারকে এখন ঠিক করতে হবে। আমরা আর পারছি না। প্রতিটা দিন আমাদের হাতির আতঙ্কে থাকতে হয়।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসন বা বন বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।