
নিজস্ব প্রতিবেদক :
শেরপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন হয়।
জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা: হাফিজা জেসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জিন্নত আলী, ফরিদ আহমেদ লুলু, সাংবাদিক মো. রফিক মজিদ এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মণি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল হক রিজভী, সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সাংবাদিকবৃন্দ।
মাসব্যাপী এ প্রশিক্ষণে কোচ হিসেবে ছিলেন সাধন বসাক, মো. মজিবুর রহমান, এস. এম. শেখ মো. হিমন ও আবু রাসেল রাজন। জেলা ক্রীড়া অফিস সূত্রে জানা গেছে, প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে ৬-৮ জন প্রতিভাবান খেলোয়াড়কে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে মনোনীত করা হবে।