
নিজস্ব প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হারুন অর রশিদ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ খবরে তাকে দেখতে ছুটে গেলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
রবিবার (২৯ জুন) দুপুরে শেরপুর আধুনিক সদর হাসপাতালে অসুস্থ হারুনকে দেখতে যান সাবেক এমপি রুবেল। এ সময় তিনি হারুনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, উন্নত চিকিৎসার পরামর্শ দেন এবং দ্রুত সুস্থতার কামনা করেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলাফেরার আহ্বান জানান।
এ সময় শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শেরপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অ্যাডভোকেট রেজুয়ান উল্লাহ, শ্রীবরদী পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান রিপন, উপজেলা শ্রমিক দলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, তরুণ সমাজকর্মী মনির, যুবদল নেতা উজ্জ্বলসহ যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হারুনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শনিবার (২৮ জুন) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হলে হারুন অর রশিদকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে রাতেই তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।