
নিজস্ব প্রতিবেদক :
শেরপুর জেলা শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া তিনদিনের নবজাতককে জেলার শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অভিযুক্ত চাঁদনী বেগম (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রীবরদীর কুরুয়া কাজীপাড়া এলাকার চাঁন মিয়ার বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এসময় চাঁন মিয়ার মেয়ে চাঁদনী বেগমকে আটক করে পুলিশ।
নবজাতকটির পরিবার ও স্থানীয়রা জানায়, শেরপুর শহরের চাপাতলী মহল্লার ফিরোজ মিয়ার স্ত্রী আবেদা বেগমের তিনদিনের নবজাতককে শনিবার সকাল-সন্ধ্যা ৯টার দিকে ইউনাইটেড (প্রা.) হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায় চাঁদনী বেগম। বিষয়টি জানাজানি হলে নবজাতকের পরিবারের স্বজন ও স্থানীয়রা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন।
খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় নবজাতককে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
শেরপুর সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুরে আলম বলেন, “অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধারসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”