
নকলা (শেরপুর) প্রতিনিধি :
সরকারি ভিজিডির ৪১ বস্তা চালসহ যৌথবাহিনীর হাতে আটক হওয়ার ঘটনায় শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৩০ মে) রাতে উপজেলা বিএনপির এক জরুরি সভায় দলীয় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নকলা উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক ৮নং চরঅষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহানকে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সাময়িক বহিষ্কার করা হলো।”
উপজেলা বিএনপির আহ্বায়ক মো. খোরশেদুর রহমান এক ভিডিও বার্তায় জানান, শাহজাহান মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতে প্রমাণিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আর নির্দোষ প্রমাণিত হলে তাকে পুনরায় দলে ফিরিয়ে আনা হতে পারে।
বৃহস্পতিবার (২৯ মে) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত যৌথ বাহিনীর পৃথক অভিযানে নারায়নখোলা বাজার এলাকায় দুটি স্থান থেকে ভিজিডির মোট ৯৬ বস্তা চাল, ১,১৭৮ লিটার টিসিবির সয়াবিন তেল, ১,২০০ কেজি ডাল ও ৫৪০ কেজি চিনি জব্দ করা হয়।
শাহজাহান মিয়ার মালিকানাধীন বেকারির পাশে নূর ইসলামের মার্কেটের একটি কক্ষে অভিযান চালিয়ে তার গোডাউন থেকে ভিজিডির ৪১ বস্তা চাল উদ্ধার করা হয়। অপর অভিযানে কাছাকাছি একটি নির্মাণাধীন ভবনের কক্ষ থেকে আরও ৫৫ বস্তা চাল পাওয়া গেলেও সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। অভিযানে সেনাবাহিনী ও থানা পুলিশ যৌথভাবে অংশ নেয়।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ধরা পড়ে যায় বহুদিন ধরে চলা অবৈধভাবে চাল ও পণ্য মজুতের চক্র। স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান মিয়া দীর্ঘদিন ধরে গরিবদের বরাদ্দকৃত সরকারি চাল ও টিসিবির পণ্য মজুত করে বেশি দামে বিক্রি করতেন।
স্থানীয় প্রশাসন জানায়, আদালতের রায়ের ভিত্তিতে জব্দকৃত পণ্য এবং শাহজাহান মিয়ার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।