
নিউজ ডেস্ক।।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে গতরাতের ঘূর্ণিঝড়ে শত শত দোকানপাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বৈদ্যুতিক খুঁটি, গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ১০টি গ্রাম। শিশুসহ আহত হয়েছেন অসংখ্য মানুষ।
ক্ষতিগ্রস্থ এলাকায় বিদ্যুৎ সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রচুর পরিমাণ গাছপালা ভেঙে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।
রোববার ৩১ মার্চ রাত সাড়ে ১০টার শান্তিগঞ্জ উপজেলায় প্রলয়ংকারী এই ঘূর্ণিঝড় আঘাতে হানে। মাত্র ২/৩ মিনিট স্থায়ী এই ঝড়ে সবকিছু নণ্ডভণ্ড হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন। এই ইউনিয়নের ইসলামপুর, রায়পুর, নবীনগর, কাঁদিপুর, শত্রুমর্দন, রসুলপুর, চন্দ্রপুর, ইনাতনগর গ্রামগুলোতে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। ঘরবাড়ি হারিয়ে এই এলাকার অনেক পরিবার খোলা আকাশের নিচে ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন।
এদিকে ক্ষতিগ্রস্থদের পুনবার্সনে সরকারীভাবে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য ১০ মেট্টিকটন চাল বরাদ্দ পেয়েছেন বলে সাংবাদিকদের জানান তিনি। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য ৩’শ বান্ডের ডেউটিন চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে পত্র পাঠানো হয়েছে।