
ক্রীড়া ডেস্ক।।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুক্রবার বিকালে মাত্র ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা। আজ মাঠে নেমে সেই বিপর্যয় থেকে আর বেরোতে পারেনি স্বাগতিকরা। ১৮৮ রানে অলআউট হয়ে লঙ্কানদের চেয়ে ৯২ রানে পিছিয়ে থেকেই প্রথম ইনিংস শেষ টাইগারদের।
৪৭ রানের ইনিংস খেলে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাইজুল ইসলাম। শেষদিকে দুই পেসার খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের ৪০ রানের জুটিতে ভর করে অলআউট হওয়ার আগে ১৮৮ রান করে টাইগাররা।
গতকাল ৩ উইকেট হারানোর পর ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গী হয়েছিলেন তাইজুল ইসলাম। এই জুটি আজ দ্বিতীয় দিনের সূচনা করলেও ইনিংস বড় করতে পারেননি জয়।
আজ দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ২১ রান যোগ হতেই বিদায় নিয়েছেন জয়। কুমারার বলে ডি সিলভার মুঠোবন্দী হয়ে ৪৬ বলে ১২ রান করে ফিরতে হয়েছে তাকে।
এরপর তাইজুলের সঙ্গি হন শাদাত হোসেন দিপু। এই জুটিতে ৩০ রান তুলে ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন দিপু। পরে লিটন দাস এসে তাইজুলের সঙ্গে ৪১ রানের জুটি গড়ে কুমারার বলে বোল্ড হয়ে ফিরে যান। প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে তাইজুল একপ্রান্ত সামলে গেলেও অপর প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারায় টাইগাররা।
১৩২ রান ৬ উইকেট হারিয়ে মধ্যাহ্নবিরতিতে যায় বাংলাদেশ। তবে বিরতি থেকে ফিরে কাসুন রাজিথার বলে মেন্ডিসের মুঠোবন্দি হয়ে ব্যক্তিগত ৪৭ রানে সাজঘরে ফিরেন তাইজুল।
তাইজুলের পরে শেষদিকে ৪০ রানের জুটি গড়েন দুই পেসার শরিফুল ইসলাম এবং খালেদ আহমেদ। এই জুটিতেই অলআউটের আগে ১৮৮ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন বিশ্ব ফার্নান্দো।
এদিকে ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও দিনশেষে স্বস্তি নিয়ে মাঠ ছাড়া হলো না শ্রীলঙ্কার। দিনশেষে তাদের সংগ্রহ ১১৯/৫। দুই ইনিংস মিলে তাদের লিড দাঁড়িয়েছে ২১১ রানের।
শ্রীলঙ্কা ২য় ইনিংসে ২০ রানে নাহিদ নিশানের বলে ওপেনার মাধুশকার উইকেট হারিয়ে চা বিরতিতে যায়। অভিষেক ইনিংসে তিন উইকেট নেয়া ফাস্ট বোলার নাহিদ রানা আজও দলের আশা বাঁচিয়ে রাখলেন। ৩২ রানের মেন্ডিসকে ফেরান নাহিদ। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজকে (২২) সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। একটু পরই দিনেশ চান্দিমালকে শূন্য রানে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ।
এরই মাঝে লড়াকু ফিফটি করেন দিমুথ করুনারত্নে। অবশেষে তিনি ফিরলেন শরিফুল ইসলামের বলে। দিনশেষে শ্রীলংকার ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে রাখলেন বোলাররা।