
সংগৃহীত ছবি:
নিউজ ডেস্ক।।
কুড়িগ্রামের চিলমারীতে হঠাত কালবৈশাখী ঝড়ে বড়ি-ঘর ও দোকানপাট বিধ্বস্ত সহ তিনজন নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, সিমাম (১৬), শিরিনা আক্তার (২৮) ও সত্যজিৎ রায় (৬০)।
স্থানীয়রা জানান, শনিবার (২৩ মার্চ) বিকাল ৫ টার দিকে হঠাৎ করেই কালবৈশাখী ঝড় শুরু হয়। প্রায় ২০-২৫ মিনিট স্থায়ী এই ঝড়ে উপজেলার রনির মোড় এলাকায় একটি টিনশেড ঘর ভেঙে পাশের দোকানের ওপর গিয়ে পড়ে। এতে দোকানে থাকা ওই তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী থানার ওসি মো. মোজাম্মেল হক।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুধু চিলমারীতে নয়, জেলার বিভিন্ন এলাকাতেই ঝড়টি আঘাত হেনেছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামে আর ঝড়ের আশঙ্কা নেই বলে জানান তিনি।