
দৈনিক শেরপুর ডেস্ক :
বিদ্যার দেবীর আরাধনায় উৎসবমুখর পরিবেশে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপন করা হয়েছে।
সোমবার (০৩ ফেব্রুয়ারি) অ্যাকাডেমির সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
সরস্বতী পূজা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার ও প্লেস এর সভাপতি মো. আমিনুল ইসলাম।
এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল করিম, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম-সহ প্লেসের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।