![](https://dainiksherpur.com/wp-content/uploads/2024/06/IMG-20240612-WA0005.jpg)
নিউজ ডেস্ক।।
নওগাঁ সদর উপজেলায় নাজিম উদ্দীন ফকির (৫৮) নামে এক ব্যক্তিকে তার নিজের বাড়ির সামনে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে মৃত্যু হয় তার।
নিহত নাজিম উদ্দীন ফকির সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের মৃত কছিম উদ্দিন ফকিরের ছেলে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নওগাঁ পৌর এলাকার দপ্তরীপাড়া থেকে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার বিল ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মো. সুজাত আলী(৩২) ও রঘুনাথপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. মেহেদি হাসান(২৮)।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রোববার দিবাগত রাত আনুমানিক ১০ দিকে বিল ভবানীপুর শুকুরের মোড় হতে নাজিম উদ্দিন মোটরসাইকেলযোগে বিল ভবানীপুর মৎস্যজীবী পাড়ায় জনৈক মোঃ একলাসের বাড়িতে স্থানীয় সালিশ দরবার করতে যান। সালিশ দরবার শেষে রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে বাড়ি ফেরার সময় বাড়ির প্রবেশ পথে তাকে(নাজিম উদ্দিন ফকির) অজ্ঞাতনামা অপরাধীরা ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে আত্মীয় স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভ্যানযোগে নওগাঁ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল একাধিকবার পরির্দশন ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে অপরাধীদের বিষয়ে সম্যক তথ্য সংগ্রহ করে। নিরবচ্ছিন্ন তদন্তে তৎপর থেকে তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্তের পর তাদের অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তাদেরকে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাণীনগর থানার ভবানীপুর ব্রিজের উত্তরে ছোট যমুনা নদী থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, হাতুড়ি এবং আসামিদের মোবাইল ফোন উদ্ধার করা হয়।