
দৈনিক শেরপুর রিপোর্ট।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং গত জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় শেরপুরের শ্রীবরদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ (সোমবার) শ্রীবরদী পৌর বিএনপির উদ্যোগে সেকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এছাড়াও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুলসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ধর্মপ্রাণ রোজাদাররা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।