
নিজস্ব প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ মিয়া (২২) ও জাকিরুল ইসলাম জয় (২৬) নামের আরেক যুবকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে শ্রীবরদী-দহেড়পাড় সড়কের শ্বষাণঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সবুজ মিয়া উপজেলার চর শিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে। জাকিরুল ইসলাম জয় (২৫) উপজেলার মুন্সীপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় দ্রুতগামী দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক সবুজ মিয়া। অপর মোটরসাইকেলের চালক জাকিরুল ইসলাম জয়কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আজ ২৩ অক্টোবর সকালে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।