নিজস্ব প্রতিনিধি।।
শেরপুরের শ্রীবরদীতে প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর সোমবার বিকালে শ্রীবরদীতে কর্মরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষক নেতারা।
মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, আমরা মানুষ গড়ার কারিগর। আমরা থাকবো বিদ্যালয়ের ক্লাসে কিন্তু আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। বৈষম্যের শিকার হয়ে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। অবিলম্বে আমাদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়নের জোড় দাবি করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন ভারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমিজ উদ্দিন, শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবীর, শিক্ষক নেতা মো. হাসানুজ্জামান রুবেল, মাসুদ করিম, সাইফুল ইসলাম প্রমুখ।