দৈনিক শেরপুর ডেস্ক।।
শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু মিয়া (২৮) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মারা গেছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বাড়ির পাশেই বৈদ্যুতিক মোটরের লাইনে সংযোগ দিতে গিয়ে ঘটনাস্থলেই সাজু মিয়ার মৃত্যু হয়।
সাজু মিয়া শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের মধ্য লংগরপাড়া গ্রামের মো: আবুল কাশেমের ছেলে। সে স্থানীয় দিলু ব্যাপারী বাজারে নিজের দোকানে ওয়েল্ডিং মিস্ত্রির কাজ করতো। তার স্ত্রীসহ ৬ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সাজু মিয়ার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তের মাধ্যমে মরদেহ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।