শফিউল আলম শফিক শ্রীবরদী (শেরপুর)
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী কৃষি অফিসের উদ্যোগে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক কৃষানি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) কৃষি অফিসের নিজস্ব ভবনে এই প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকির হোসেন। সহযোগিতায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সোরহাব আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা রওশনারা বেগম (কাকলি), উপসহকারী জিল্লুর রহমান ও কম্পিউটার অপারেটর হাবিবুর রহমান।
প্রশিক্ষণে কফি ও কাজু বাদামের বাগান বৃদ্ধি, উন্নয়ন ও সম্প্রসারণ সম্পর্কে উদ্বুদ্ধ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক সেলিম মিয়া ও সারোয়ার হোসেন বলেন, আমরা এই প্রশিক্ষণ পেয়ে খুবই উপকৃত হয়েছি। এখন আমরা দক্ষতার সাথে কৃষি পণ্য উৎপাদন করতে পারব।