শেরপুরের গাজিরখামার ইউনিয়নে আজ বসতবাড়ির আঙিনায় সবজি চাষাবাদ করার লক্ষ্যে এক বিশেষ বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সার্চ পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের সবজি বীজ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্চ পরিবারের দাতা সদস্য জনাব শফিকুল ইসলাম, শফিউল্লাহ মানিক, এবং সাইফুল ইসলাম (রুবেল)। এছাড়াও, বাজার নিরাপত্তা কমিটির সভাপতি জনাব হারুন ওর রশিদ, সমাজসেবক সামিউল আলম টুটন, এবং হাফিজুর রহমান হাফিজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বীজ গ্রহণকারী প্রত্যেকেই সার্চ পরিবারের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তাদের নৈতিক সমর্থন জানিয়ে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এদিনের বীজ বিতরণ কার্যক্রম এলাকার মানুষের মাঝে এক নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে, যেখানে তারা নিজেদের আঙিনায় সবজি চাষ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।