নিজস্ব প্রতিবেদক।।
শেরপুরের জেল পলাতক আরও এক হাজতি আলামিন (৪২) কে আটক করেছে র্যাব ১৪। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর সদরের শেরি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আলামিন শেরপুর সদর থানার পৌরশহরের খরমপুর মহল্লার আজগর আলীর ছেলে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।ধৃত হাজতীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট বিকাল চারটায় কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে। এসময় তারা বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে। সেইসাথে কারাগারে আটক সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৫ শতাধিক হাজতি ও কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে তারা। পলাতক এসব কয়েদিদের আটক করতে অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকাল চারটার দিকে শেরপুর সদরের শেরি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে হাজতি নং-১৬৮৩/২৪, আলামিনকে আটক করা হয়।