নিজস্ব প্রতিনিধি।।
শেরপুরের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত মিজানুর রহমান (৩৫) ও আরিফুল ইসলাম শ্রাবণ (৩২) এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বাদ আসর শহরের গৌরিপুরের জামুর দোকান চৌরাস্তার মোড়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নিহতদের বন্ধুবান্ধব ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন দুখিয়া আলম মাদ্রাসার মোহতামিম মুফতি মো. রফিকুল ইসলাম কাসেমী। এর আগে তিনি তার বক্তব্যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়া থেকে ধৈর্য ধারণ করায় এলাকাবাসীকে ধন্যবাদ জানান। সেইসাথে হত্যাকাণ্ডের জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করা হয়।
উল্লেখ্য গত ৯ সেপ্টেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শেরপুর শহরের গৌরিপুর ও খোয়ারপাড় কোদলাপাড়া মহল্লাবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মিজানুর রহমান। গুরুতর আহত অবস্থায় আরিফুল ইসলাম শ্রাবণকে প্রথমে সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১০ সেপ্টেম্বর মারা যান শ্রবণ।
এই ঘটনায় ১১ সেপ্টেম্বর সদর থানায় পৃথক পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন নিহত শ্রাবণ-মিজানের পরিবার। ঘটনার পর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।
মিলাদ ও দোয়া মাহফিলে নিহতদের আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সহ সহস্রাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। দোয়া শেষে সকল মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।