
শেরপুর প্রতিনিধি :
শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতালী সেন এর অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথিরা ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু, বিএম কলেজের অধ্যাপক আনোয়ার হোসেন কাজল, প্রাক্তন অধ্যাপক মতিশ কর বিজু, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষিকার নানা স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন।
এ বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আজমেরী। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষিকাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।