নিউজ ডেস্ক।।
আন্ত জেলা সিএনজি চোর চক্রের মূল হোতা শ্যামল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। তিনি শেরপুরের নকলা থানার একটি সিএনজি চুরির মামলার আসামি ছিলেন। শ্যামল মিয়া ময়মনসিংহের ফুলপুর উপজেলার চকসনয় গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।
রবিবার (৩১ মার্চ) বিকেল সোয়া তিনটায় গাজীপুরের টঙ্গী পূর্ব স্টেশনরােড বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে শ্যামলকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত সোয়া এগারোটায় জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আবরার ফয়সাল সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মামলার বাদী সিএনজি মালিক মো. সুলতান মিয়া (৩০)। তিনি শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কুদ্দুস এর ছেলে। তার সিএনজি গাড়ীটি দৈনিক ভিত্তিতে ভাড়ায় চালাতেন জেলার নকলা থানার মৃত আন্তাজ আলীর ছেলে মো. আঃ ছালাম (৪০)। প্রতিদিন সে নিয়মিত ভাবে বাদীকে ভাড়া প্রদান করে আসছিল। ঘটনার দিন গাড়িটি ফেরত না আনার বিষয়ে জানতে চাইলে চালক আঃ ছালাম বাদীকে জানায়, “সেলফ স্টার্টে ত্রুটি দেখা দেওয়ায় গাড়াটি মেসার্স সিলেটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে রেখে এসেছেন।”
পরদিন সকাল ৯ টার দিকে বাদী লোক মারফত জানতে পারে যে, তার সিএনজি গাড়ীটি চুরি হয়ে গেছে। তাৎক্ষণিক তিনি আসামি শ্যামলকে মোবাইলে ফোন করলে সে ফোন রিসিভ করে নাই। এদিকে ঘটনার পর হতে তার গ্যারেজ বন্ধ পাওয়া যায়। পরে সুলতান মিয়া বাদী হয়ে ১ লা ফেব্রুয়ারি ২০২৪ ইং নকলা থানায় অভিযোগ দায়ের করেন।
এরই সূত্র ধরে তথ্য উপাত্তের ভিত্তিতে জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আবরার ফয়সাল সাদী এর নেতৃত্বে ঢাকার মেজর আহনাফ রাসিফ হালিম এর সহায়তায় র্যাবের একটি যৌথ টিম রবিবার বিকেলে গাজীপুরের টঙ্গী পূর্ব স্টেশনরােড বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে আসামি শ্যামল মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-১৪।