নিউজ ডেস্ক।।
শেরপুরের নকলা উপজেলার বাদাগৈড়ে চাঞ্চল্যকর শিশু অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ভিকটিমের চাচা সাকিব (২৪)কে সুনামগঞ্জ জেলার তাহিরপুরের শান্তিপুর বাজার হতে গ্রেপ্তার করেছে র্যব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। সাকিব একই গ্রামের মোঃ মোজা মিয়ার ছেলে এবং সম্পর্কে ভিকটিমের চাচা।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র্যাব-৯, সিপিসি-৩, তাহেরপুর, সুনামগঞ্জ এর উপস্থিতিতে একটি যৌথ টিম আজ শনিবার (৩০ মার্চ) বিকাল সাড়ে চারটায় সুনামগঞ্জের তাহিরপুর থানার শান্তিপুর বাজারের একটি চা ও ইফতারির দোকান হতে আসামি মোঃ সাকিব কে গ্রেপ্তার করে।
আজ শনিবার রাত পৌনে নয়টায় জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আবরার ফয়সাল সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য যে, মাতৃহারা ভিকটিম শিশুটি নকলার বাদাগৈড় গ্রামের এক হতদরিদ্র পরিবারের কন্যা। জীবিকার তাগিদে তার পিতা ঢাকায় থাকেন। ভিকটিম তার চাচার বাসায় থাকে।
বিবাদী সাকিব (২৪) গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত নয়টার দিকে ভিকটিমের শিশু সুলভ আচরণের সুযোগ নিয়ে ভাল পোশাক কিনে দেয়াড় ও ভাল খাবার খাবারের লোভ দেখিয়ে তাকে অপহরণ করে। পরে বাদাগৈড় গ্রামের জনৈক লাল চাঁনের বাড়ীর পাশে বাঁশঝাড়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভিকটিম আরেক চাচা মোঃ উজ্জ্বল (৩২), পিতা-মোঃ মোজা মিয়া বাদী হয়ে ২৯ ফেব্রুয়ারি তারিখে নকলা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৯/২০২৪, তাং-২৯/০২/২০২৪ইং ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধিত-২০২০); ৯(১)/৩০। ঘটনার পর আসামি আত্মগোপনে চলে যায়।
এ বিষয়ে নকলা থানার ওসি তদন্ত মোঃ আব্দুল কাশেম বলেন, “গ্রেপ্তারের তথ্য জানানোর পর আসামিকে নকলা থানার হেফাজতে নেওয়ার জন্য পুলিশের একটি টিম সুনামগঞ্জের তাহিরপুর থানায় গেছেন। আসামিকে নিয়ে আসার পর আগামীকাল তাকে কোর্টে সোপর্দ করা হবে।”