নকলা (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকিপুর মীরবাড়ি জামে মসজিদ কমিটির উপর গোলাম মাসুম কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে মসজিদ কমিটি ও এলাকাবাসী।
আজ বুধবার (৮ জানুয়ারি) সকালে নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা।
এসময় বক্তব্য রাখেন, জানকিপুর মীরবাড়ি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, কষাধ্যক্ষ সাবেক সেনা সদস্য রাকিবুল ইসলাম, ভুক্তভোগী মানিক মিয়া সহ আরো অনেকে
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ওই গ্রামের জনৈক গোলাম মাসুমের ছেলে ও মেয়ে দুইজনই বড় কর্মকর্তা। তার ছেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসার এবং মেয়ে আনসার ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক হওয়ার সুবাদে এলাকার নিরীহ লোকদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসতেছে। তিনি জানকিপুর মীর বাড়ি জামে মসজিদের জমি অবৈধভাবে দখলের পাঁয়তারা করছেন এবং এরই অংশ হিসেবে গতকাল মঙ্গলবার মসজিদ কমিটির লোকজনের নামে মিথ্যা মামলা করেছেন। হয়রানির উদ্দেশ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সঠিক তদন্তের মাধ্যমে এর প্রতিকার চাই।’