নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বরে এই অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপ জন মিত্র-এঁর নির্দেশনায় ও সহকারী কমিশনার (ভ‚মি) জুয়েল মিয়ার পরামর্শক্রমে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটি পরিচালিত হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ ও সুপার ভাইজার ফজলে রাব্বী রাজন।
এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমানসহ পৌরসভার হিসাবরক্ষক মো. ফেরদৌসুর রহমান, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপনসহ নকলা পৌরসভাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, তরুণ সমাজ ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।