![](https://dainiksherpur.com/wp-content/uploads/2024/12/BIDM-Bijoy-Dibos-Palon-16-12-2024-1.jpeg)
শেরপুরের নকলায় মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। এছাড়া মাদ্রাসাটির শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিজয় দিবস ও মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘বিজয়ের ৫৩তম বছরে আমাদের মাদ্রাসা’ শীর্ষক একটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। তথ্যবহুল দেয়ালিকাটিতে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা, ছবি দিয়ে সাজনো হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে আইসিটি ল্যাবে মাদ্রাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, মাহাদী মাসুদ ও সহকারী মৌলভী হযরত আলী প্রমুখ।
আলোচনা সভার পরে দেওয়াল পত্রিকাটি সবার জন্য উন্মুক্ত করা হয়। পত্রিকাটির সম্পাদক মন্ডলির সভাপতি হিসেবে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম এবং সম্পাদকের দায়িত্ব পালন করেন নকলা প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন। পত্রিকাটির প্রকাশনায় ছিলেন মাদ্রাসার সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক মো. শওকত আলী।
সবশেষে সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নয়ন কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম।
এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, সহকারী শিক্ষক সবুজা খাতুন, মুক্তা খাতুন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, আরিফ হোসেন ও উজ্জল মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।