নকলা (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের নকলায় নদীর পানিতে গোসল করতে নেমে সুমাইয়্যা আক্তার (৯) নামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর গ্রামের মৃগী নদীতে এ ঘটনা ঘটে।
সুমাইয়্যা আক্তার ওই গ্রামের কালু মিয়ার কন্যা এবং রেহারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনির শিক্ষার্থী ছিলো।
পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, সুমাইয়্যা আক্তার আজ দুপুরে বাড়ির পাশের মৃগী নদীতে গোসল করতে নেমে নদীর পানির স্রোতে ভেঁসে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে নদীর পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবর রহমান বলেন, চন্দ্রকোনা ইউপির রেহারচর এলাকায় সুমাইয়্যা আক্তার নামের এক শিক্ষার্থী মৃগী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়িধীন রয়েছে।