নিউজ ডেস্ক।।
শেরপুরের নকলায় ভ্যানগাড়ির চাপায় শ্রাবণ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১৪ সেপ্টেম্বর) নকলা উপজেলার চর অস্টাধর ইউনিয়নের নারায়নখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রাবণ জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার জনৈক রফিকুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জান যায়, শ্রাবণ কয়েক মাস আগে থেকে তার নানা নকলা উপজেলার নারায়খোলা এলাকার আকাব্বর আলীর বাড়িতে থাকতো। ভ্যানচালক মারফত আলী শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে নারায়নখোলা এলাকার খোরশেদ আলমের বাড়ির পাশে রাস্তার উপর তার ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি রেখে যায়। এসময় মনের ভুলে গাড়ির চাবি রেখেই চলে যায় সে।
এদিকে রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ ভ্যানগাড়িতে উঠে বসে এবং পিকআপ ধরে টান দেয়। এতে ভ্যানগাড়িটি রাস্তার পাশে উল্টে যায় এবং ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শ্রাবণ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।