নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে তকরিম (২) নামের এক শিশু মারা গেছে। রোববার দুপুরে নকলা উপজেলার টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তকরিম ওই গ্রামের রাজু মিয়ার ছেলে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার (৮ সেপ্টেম্বর) শিশু তকরিম খেলার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, উপজেলার টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামে পুকুরের পানিতে ডুবে তকরিম নামের ২ বছরের এক শিশু মারা গেছে। শিশুটির লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।