
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোছা. সাজেদা বেগম (৫৫) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) সকালে উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সাজেদা বেগম ওই গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, নিজের বশতঘর থেকে বাথরুমে নেওয়া বিদ্যুতের সংযোগ লাইনের তার ছিরে গিয়ে বাথরুমের টিনের ছাউনিতে পড়ে ছিল। কিন্তু বিষয়টি নিহত সাজেদা বেগমের নজরে আসেনি। শনিবার সকাল অনুমান ৯টার দিকে তিনি (সাজেদা বেগম) বাথরুমের উপরে দেওয়া টিনের ছাউনীর টিন সরাতে যায় গিয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে (সাজেদা বেগম) মৃত বলে ঘোষণা করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাথরুমের উপরে দেওয়া টিন সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাজেদা বেগম মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আইনি আইনাী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।