
নকলা (শেরপুর) প্রতিনিধি:
‘দিবস উদযাপনের ২০ বছর : ধন্যবাদ হে রক্তদাতা’ এ প্রতিপাদ্যকে ধারন করে বিশ্ব রক্তদাতা দিবসে শেরপুরের নকলা প্রেস ক্লাবের উদ্যোগে সচেতনতামূলক অনুষ্ঠিত হরেছে।
শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় প্রেস ক্লাবের অফিস কক্ষে প্রেস ক্লাবের সভাপতি ও রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার উপদেষ্টা মোঃ মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। এতে রাখেন- প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রেস ক্লাবের ও রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নূর হোসেন, প্রেস ক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক ও ব্লাড ব্যাংক অফ নকলার সদস্য মাজহারুল ইসলাম লালন, কলিকাল’র সম্পাদক প্রকাশক ও ব্লাড ব্যাংক অফ নকলার সদস্য তারেক আহসান, প্রেস ক্লাবের সদস্য ও রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সদস্য রেজাউল হাসান সাফিত, রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সদস্য মাহবুবর রহমান, তরুণ সাংবাদিক ও রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সদস্য হাসান মিয়া ও লিমন আহম্মেদ প্রমুখ।
এসময় প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সাবেক সভাপতি ও ব্লাড ব্যাংক অফ নকলার সদস্য ফজলে রাব্বী রাজন, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও রক্ত সৈনিক বাংলাদেশ নকলা শাখার সদস্য মোঃ সেলিম রেজাসহ প্রেস ক্লাব, ব্লাড ব্যাংক অফ নকলা ও রক্ত সৈনিক বাংলাদেশ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে এ দিবস ও ব্লাড ব্যাংক অফ নকলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রেস ক্লাবের সদস্য ও ব্লাড ব্যাংক অফ নকলার প্রতিষ্ঠাতা সমন্বয়ক ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের প্রচার সম্পাদক রাইসুল ইসলাম রিফাত স্বেচ্ছায় রক্ত দান করেছেন এবং এই দানটি ‘বিশ্ব রক্তদাতা দিবস’কে উৎসর্গ করেন।
বক্তারা জানান, ১৪ জুন ‘বিশ্ব রক্তদাতা দিবস’। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালিত হয়। ২০০৫ সাল থেকে প্রতি বছর বিশ্বস্বাস্থ্য সংস্থা এ দিবস পালনের উদ্যোগ নেয়। রক্তের গ্রুপ আবিষ্কারক নোবেল বিজয়ী জীববিজ্ঞানী ও চিকিৎসক কার্ল ল্যান্ড স্টেইনের জন্মদিন ১৪ জুনকে এ দিবস পালনের জন্যে বেছে নেওয়া হয়েছে। নিরাপদ রক্ত নিশ্চিতকরণ ও স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করতে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও নানা কর্মসূচিতে দিবসটি উদযাপিত হয়।