
নিজস্ব সংবাদদাতা :
শেরপুরের নালিতাবাড়ীতে মাটিবাহী ট্রাক্টর চাপায় মো. কাউসার (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে ৷ নিহত শিক্ষার্থী উপজেলার গোবিন্দনগর চারআনী এলাকার মো. জাকির হোসেনে’র ছেলে।
মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ী উপজেলার গোবিন্দনগরের চারআনী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ঘটনার স্থলে তখন কেউ ছিল না। মসজিদে নামারত মুসল্লিগণ শব্দ পেয়ে নামাজ শেষ মসজিদ থেকে বের হয়ে ট্রাক্টরটিকে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান। এসময় তাঁরা পিছনে চাকার নিচে শিশুটির থেতলানো রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। তবে ড্রাইভার তার আগেই গাড়ি ফেলে রেখে পালিয়ে যায়।
এবিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ট্রাক্টর চাপায় শিশু নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।