নিজস্ব প্রতিনিধি।।
শেরপুর কারাগার থেকে পলাতক ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি এ, আহম্মদ আলী (৬৪) কে আটক করেছে র্যাব ১৪। তিনি জেলার নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ১৮.১৫ ঘটিকায় নালিতাবাড়ী থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আহম্মদ আলী নালিতাবাড়ী থানার একটি ধর্ষণ মামলায় ৩০ বৎসরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ২০,০০০/- টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক কয়েদি।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট বিকাল চারটায় কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে। এসময় তারা বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে এবং কারাগারে আটক ৫ শতাধিক হাজতি ও কয়েদিকে পালাতে সহায়তা করে তারা। পলাতক এসব কয়েদিদের আটক করতে অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানাধীন চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আহম্মদ আলীকে আটক করা হয়।
ধৃত কয়েদিকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। জেল পলাতক এসব হাজতি ও কয়েদিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যব।