ছবি : চা দোকানি শাহিন মিয়া।
ডেস্ক রিপোর্ট।
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মিয়া নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। নিজের চায়ের দোকানের চুলায় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।
২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টার সময় নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়নের পশ্চিম নিশিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহিন মিয়া ওই গ্রামের মৃত আতর আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত শাহিন মিয়া শনিবার সকালে নিজের দোকানে যায়। দোকান খুলে চা বানানোর জন্য চুলায় সেট করে রাখা মিনি বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যায় সে। এসময় অসাবধানতা-বশত ছেঁড়া তারে হাতে লেগে বিদ্যুতায়িত হয়ে পড়েন শাহিন মিয়া। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নন্নী বাজারে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।