![](https://dainiksherpur.com/wp-content/uploads/2024/07/16b440798d95596703a60ee6cf57798e-6178e2510fcdf.jpg)
নিজস্ব প্রতিবেদক।।
শেরপুরের নালিতাবাড়ীতে নিজ স্কুলের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কারাগারে পাঠিয়েছে আদালত। অভিযুক্ত রেজাউল করীমকে (৪৫) গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠালে বিজ্ঞ বিচারক তার জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রেজাউল করীম উপজেলার সমুচ্চুড়া উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক। চাকরির পাশাপাশি পোড়াগাঁও বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে।
বুধবার ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী মাথা ব্যথার জন্য রেজাউল করিমের দোকানে ওষুধ আনতে যায়। এ সময় ওই ছাত্রীকে কৌশলে দোকানের ভিতরে ডেকে নেয়। তার শরীরে জ্বর আছে কিনা দেখার কথা বলে স্পর্শকাতর অঙ্গে হাত দিতে শুরু করে। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। একসময় চিৎকার শুরু করে ওই ছাত্রী।
পরে বাড়িতে গিয়ে অভিভাবকদের ঘটনা জানায় ওই ছাত্রী। তারা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানায়। প্রধান শিক্ষক বিষয়টি সমাধানের কথা বললেও তা এড়িয়ে যান অভিযুক্ত রেজাউল। ফলে ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার বিকালে নালিতাবড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযোগ পেয়ে রাতেই রেজাউলকে গ্রেফতার করে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়।বিজ্ঞ আদালত রেজাউর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
এবিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মনিরুল আলম ভুঁইয়া জানান, “ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনানগত ব্যবস্থা চলমান আছে।