
নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা:
শেরপুরের নালিতাবাড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। সোমবার (৩ জুন) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মো. মাসুদ রানার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আঃ মান্নান সোহেল, বৈশাখী টিভির বিপ্লব দে কেটু, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি আমিরুল ইসলাম, আমাদের সময় প্রতিনিধি এম সুরুজ্জামান, নয়া দিগন্ত প্রতিনিধি আঃ মোমেন, দেশের কণ্ঠ প্রতিনিধি জাফর আহমেদ, মানব কণ্ঠ প্রতিনিধি এম উজ্জ্বল, আজকের পত্রিকা প্রতিনিধি অভিজিৎ সাহা, স্বাধীন বাংলা প্রতিনিধি শাহাদাত হোসেন, লাল সবুজের দেশ প্রতিনিধি রবিউল ইসলাম প্রমুখ।
এসময় নালিতাবাড়ীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় নব যোগদানকৃত নালিতাবাড়ীর ইউএনও মো. মাসুদ রানা তার বক্তব্যে এলাকার উন্নয়ন, জনসেবা ও অপরাধ দমনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।