
মোঃ মামুন রাণা (নালিতাবাড়ী) শেরপুর:
নালিতাবাড়ীতে ঈদকে সামনে রেখে বটছায়া যুব কল্যাণ সংস্থা তাদের নিজস্ব অর্থায়নে প্রতি বছরের ন্যায় এবারও গরিব-অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ।
৯ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের তেলেরমিল নামক স্থানে সংগঠনের নিজস্ব অফিস থেকে অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত দ্রব্য সামগ্রী হলোঃ সেমাই, চিনি, গুড়া দুধ, নুডলস, সাবান, সয়াবিন তৈল, আলু, পিয়াজ।
এসময় সংগঠনের সদস্যরা জানান, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছেন তারা। ব্যক্তি উদ্যোগে এই প্রতিষ্ঠানটি প্রতি বছরই নানা ধরনের আয়োজন করে থাকে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, আদর্শ সরকারি মহাবিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক এম আর এইচ আব্দুর রুমান, মুরশেদুল ইসলাম প্রমুখ।