ডেস্ক রিপোর্ট :
শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় একশ উনিশ বোতল মদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, শেরপুর পৌর শহরের গোপালবাড়ি এলাকার রবিন্দ্রনাথ বণিকের ছেলে রক্তিম বণিক(২০), গৌরীপুর মহল্লার মঞ্জুরুল হকের ছেলে নিহাদ(২০) এবং মনকান্দা এলাকার মৃত আব্দুল ছামাদের ছেলে আমিনুল ইসলাম (৩৬)।
সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার ডাকাবর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও রাকিবুল ইসলাম @ রকি নামে এক কিশোরীকে ১৯ বোতল ভারতীয় মদসহ আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) রবিউল আজমের নেতৃত্বে পুলিশ সীমান্তবর্তী ডাকাবর এলাকায় হতে ১০০ বোতল ভারতীয় মদসহ তিন কারবারিকে গ্রেফতার করে।
অপরদিকে সোমবার (২৮অক্টোবর) রাতে তাকে ঝিনাইগাতী বাজারের সিএনজি ষ্ট্যান্ড এলাকা থেকে ১৯ বোতল ভারতীয় মদসহ রাকিবুল ইসলাম @ রকি নামে এক কিশোর গ্রেফতার করা হয়ছে। কিশোর রাকিবুল ইসলাম পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।
রকি দুটি স্কুল ব্যাগে করে মদ নিয়ে ঝিনাইগাতী বাজারের সিএনজি ষ্ট্যান্ডে এলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা তার ব্যাগ তল্লাশী করে ১৯ বোতল ভারতীয় মদ সহ রকিকে আটক করে থানায় সোর্পদ করেন।’
ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, উভয় ঘটনায় পুলিশ বাদি হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় দুটি পৃথক মামলা দায়ের করেছে। পরে আজ মঙ্গলবার তাদেরকে শেরপুরে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।