ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের ৪র্থ দিনে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে আনন্দ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ আগষ্ট) বিকেলে উপজেলার রাজমনি হোটেল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান, আব্দুর রশিদ, রুকুনুজ্জামান, আব্দুল মান্নান হিরা, ছামিউল হক সাদা, মেহেদী হাসান বিপ্লব, মাসুম বিল্লাহ প্রমুখ।
বক্তারা সকল প্রকার সহিংসতা, অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও ভাংচুরের নিন্দা জানান। সেইসাথে বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত আনন্দ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।