স্টাফ রিপোর্টার।।
শেরপুরের কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার – উজ – জামান, ওএসপি, এসজিপি, পিএসসিকে জেনারেল পদে পদোন্নতি ও সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং নবনিযুক্ত সেনাপ্রধানকে শেরপুর বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এক দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতী উপজেলাবাসির পক্ষে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মো: আব্দুর রাজ্জাক এর আয়োজন আজ শুক্রবার (১৪ জুন) বাদ মাগরিব ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে এই বিশেষ দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সর্বসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিডিসি তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ঢাকাস্থ শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মো: আব্দুর রাজ্জাক। অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুল্লাহ হারুন, মালিঝিকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন প্রমুখ সহ এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বহুসংখ্যক মুসল্লিগণ উপস্থিত ছিলেন।