স্টাফ রিপোর্টার।।
শেরপুরের ঝিনাইগাতীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ শত বোতল ভারতীয় ফেনসিডিল (আমদানি নিষিদ্ধ মাদক) সহ দুই মাদক চোরাকারবারিকে আটক করছে ঝিনাইগাতী থানা পুলিশ। এসময় তাদের আরো দুই/তিনজন সহযোগী দৌড়ে পালিয়ে যায়।
ঝিনাইগাতী থানার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল জানান, আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ঝিনাইগাতীর গজনী অবকাশ-বাকাকুড়া রাস্তায় এই মাদক উদ্ধারের ঘটনা ঘটে।
তিনি আরো জানান, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা রুজু হয়েছে। আটক দুই আসামিকে আজ দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তারা হলেন শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার @ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে আমির হোসেন (৩০)।
সূত্র জানায়, ভারত থেকে একটি মাদকের চালান পাচার করা হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এসময় গজনী অবকাশ থাকে বাকাকুড়াগামী রাস্তায় একটি অটো রিকশায় করে পাচারকালে ওই দুই মাদক কারবারিকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় তাদের আরো ২/৩ জন সহযোগী পালিয়ে যায়। আসামিদের ব্যবহৃত অটোরিকশাটি আটক করা হয়েছে। পরে আটক আসামিদের জিজ্ঞাসাবাদে পলাতকদের ১ জনের পরিচয় জানা গেছে। তিনি হলেন শ্রীবরদী উপজেলার সাতানী গ্রামের লোকমান হোসেনর ছেলে রেজুয়ান (২৮)। অজ্ঞাত অপর পলাতকদের পরিচয় এখনো জানা যায়নি।