
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জিনাইগাতী বাজারে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ধানহাটি রাস্তার সংস্কার কাজ উদ্বোধন করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলা) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম এমপি।
আজ শনিবার (২৫ মে) দুপুরে এই রাস্তা সংস্কার কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.শাহাদৎ হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শাহ আলম, সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ, ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সামান্য বৃষ্টিপাতেই ঝিনাইগাতী বাজারের গুরুত্বপূর্ণ ধানহাটি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টিপাত থেমে গেলেও জমে থাকা পানি নেমে যেতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। এর ফলে দীর্ঘদিন হতে ধান বিক্রেতা ও ক্রেতারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এই দুর্ভোগ লাঘবে বাজারের ধানহাটি মোড় হতে সজীব মিয়ার দোকান পর্যন্ত রাস্তাটি সংস্কার করে উঁচু করার কাজ করা হচ্ছে।
উপজেলার হাটবাজার ইজারালব্ধ আয়ের টাকা থেকে এই রাস্তা সংস্কার কাজের অর্থায়ন করা হচ্ছে এবং কাজটি বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।