
স্টাফ রিপোর্টার।।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রত্যন্ত জরাকুড়া গ্রাম থেকে ৫টি গরু চুরির ঘটনায় আন্তঃজেলা গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। সেই সাথে চুরি হওয়া ৫টি গরুর মধ্যে তাদের হেফাজত থেকে ৩টি গরু উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার (১৮ ই মে) দুপুরে শেরপুরের পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
বিফ্রিংয়ে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের মৃত আলহাজ্ব সিরাজুল ইসলামের ছেলে শাহজাহান মিয়ার গোয়াল ঘর হতে গত ১২ই মে গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর চক্র প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ৫টি গরু চুরি করে নিয়ে যায়। এঘটনায় ১৪ মে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের পর ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে গরু চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকের চালক শেরপুর পৌরসভার কসবা কাঠগড় মহল্লার বাসিন্দা মোঃ ফরহাদ হোসেনের ছেলে মোঃ আঃ জলিল ওরফে ফকির হোসেন (৩৪) কে ১৭ ই মে শুক্রবার আটক করেন। পরে তার দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার কোকাদাইর গ্রামে অভিযান চালিয়ে আন্তঃজেলা গরু চোর চক্রের অপর ৪ সদস্য মৃত সিরাজ প্রামাণিকের ছেলে মহির উদ্দিন (৫০), তার ছেলে আজিজুল ইসলাম (২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করা হয়। সেই সাথে চুরি হওয়া ৫টি গরুর মধ্যে ৩টি গরু তাদের তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।
এব্যাপারে গ্রেপ্তারকৃতদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন সহ আসামিদের আজ শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, ডিআইও ১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।