মোঃ নূর- ই- আলম চঞ্চলঃ আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে অতি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে সারাদিন ব্যাপি। ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. আব্দুল্লাহ আল মামহমুদ ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান,সদর ইউপি চেয়ারম্যান মো.শাহাদৎ হোসেন,ইউপি সচিব শাহানাজ পারভীন,ইউপি সদস্য মো. জাহিদুল হক মনির প্রমুখ।জানা গেছে,এ উপজেলার ১নং কাংশা ইউনিয়নে ২ হাজার ৪৪৭ টি,২নং ধানশাইল ইউনিয়নে ১ হাজার ৬৮৮ টি,৩নং নলকুড়া ইউনিয়নে ২ হাজার ১৯৩টি, ৪নং গৌরিপুর ইউনিয়নে ১ হাজার ২৩০ টি,৫ নং ঝিনাইগাতী সদরে ২ হাজার ১৭৫ টি,৬ নং হাতিবান্দা ইউনিয়নে ৯২৯,৭নং মালিঝিকান্দা ইউনিয়নে ১ হাজার ৯৬৫ টি উপজেলায় মোট-১৩ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।