বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পান্জা লড়ছে মারাক।

মোঃ নূর- ই- আলম চঞ্চলঃশেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে সড়ক দুর্ঘটনায় আহত রবিত মারাক (৩০) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  (আদিবাসী) সম্প্রদায়ের এক যুবক বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রবিত মারাক।
উপজেলার কাংশা ইউনিয়নের  গজনী গ্রামের মৃত নিকোলাসের  ছেলে। বৃদ্ধা মা,স্ত্রী ও  ২শিশু সন্তানসহ ৫ সদস্যের পরিবার রবিত মারাকের।

জায়গা জমি,সহায় সম্বল বলতে কিছুই নেই তার।বন বিভাগের এক টুকরো জমিতে ১২ ফুট দীর্ঘ, ৯ ফুট প্রস্ত একটি দু’চালা একটি ঘর।  ঘরে নেই একটি  চৌকি।নেই বিদ্যুৎ, কুপি বাতি জালিয়ে  এ ঘরে গাদাগাদি করে পরিবারের লোকজন নিয়ে বসবাস করে আসছেন রবিত মারাক। সামান্য
বৃষ্টি হলেই  ঘরে পানি পরে। রবিত মারাক শ্রম বিক্রি ও পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে পরিবারের সদস্যদের জীবন- জীবিকা নির্বাহ করে আসছিল।
গত ২০২৩ সালের জুলাই  মাসে রবিত মারাক  বাকাকুড়া বাজার থেকে সন্ধ্যার পর  বাড়ি ফিরছিল। এসময়  বেপরোয়া গতীর একটি ট্রলিগাড়ী  তাকে ধাক্কা দিলে ভেঙে যায় হাটুর নিচে থেকে তার বাম পা।
পরে  স্থানীয়রা তাকে  উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও  পরে  তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে রবিত মারাকের  পায়ে পাঁচটি রিং পড়ানো হয়। স্থানীয় লোকজনের আর্থিক সহযোগিতায় প্রায়  ৪ মাস ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসায় উন্নতি  না হওয়ায়  কর্তব্যরত চিকিৎসকরা  তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দেন।
কিন্তু আর্থিক সংকটে  পরিবারের লোকজন পঙ্গুতে না নিয়ে তাকে নিয়ে আসা হয় বাড়িতে।

এর পর থেকে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি।  চিকিৎসকরা যে সব ওষুধপত্র লিখে দিয়েছিল তাও খাওয়াতে পরেনি তার পরিবারের লোকজন।
শুধু তাই নয় পরিবারের  একমাত্র উপার্জনক্ষম রবিত মারাক আহত হওয়ায় পরিবারটির দিন কাটছে এখন অনাহারে অর্ধাহারে।

রবিত মারাকের স্ত্রী প্রনতী সাংমা বলেন,
তিনি তার স্বামীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে প্রতিদিন যাচ্ছেন। কিন্তু কোন কাজে আসছে না।  কেউ ১-২ শ টাকা দেয়। সে টাকা দিয়ে চিকিৎসাতো দুরের কথা পেটের ক্ষুধা নিবারন করাও সম্ভব হচ্ছে না।   তারা কোনো দিন খেয়ে কোনো দিন না খেয়ে দিন পার করছেন। ৩০ মার্চ শনিবার এবিষয়ে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বিনাচিকিৎসায় কাতরাচ্ছেন রবিত মারাক। এ বিষয়ে কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, তাকে বিষয়টি আগে কেউ জানান নি। তিনি খোঁজখবর নেবেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন, আমি ব্যক্তিগতভাবে সহায়তা করেছি। এ বিষয়ে আরো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরিবারের খাদ্য সহায়তার জন্য নগদ ৫ হাজার টাকা পাঠান ওই পরিবারের হাতে।  পরবর্তীতে আগামী সপ্তাহে নগদ আরও ৬ হাজার টাকা তার চিকিৎসার জন্য এবং ২/৩ বাণ টিন ও  অন্যান্য সহায়তার  আশ্বাস দেন। সর্বোপরি রবিত মারাকের চিকিৎসার জন্য  সমাজের বৃত্তবানদের কাছে সার্বিক  সহযোগিতার হাত বাড়িয়েছেন পরিবারটি।     

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    ঝিনাইগাতীতে র‍্যাবের অভিযানে বিদেশি মদ ও অটোরিকশা জব্দ

    দৈনিক শেরপুর রিপোর্ট।। শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশি মদ ও একটি অটোরিকশা জব্দ করেছে র‍্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের সদস্যরা। র‍্যাব- ১৪, জামালপুর এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো…

    বিস্তারিত পড়ুন...

    নকলায় এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার

    নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় চলমান এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা চলাকালে তাদেরকে বহিষ্কার করা হয়। কেন্দ্র…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    নকলায় নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    নকলায় নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    দেশের ফুটবলে প্রবাসী পাঁচ তারকা, নতুন যুগের সূচনা

    দেশের ফুটবলে প্রবাসী পাঁচ তারকা, নতুন যুগের সূচনা

    বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরী, ১৭ মার্চ আসছেন দেশে

    বাংলাদেশের জার্সিতে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরী, ১৭ মার্চ আসছেন দেশে

    শেরপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভা অনুষ্ঠিত 

    শেরপুর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সভা অনুষ্ঠিত 

    শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত 

    শেরপুরে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত 

    শেরপুরে অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন   

    শেরপুরে অনুর্ধ-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন