বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পান্জা লড়ছে মারাক।

মোঃ নূর- ই- আলম চঞ্চলঃশেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে সড়ক দুর্ঘটনায় আহত রবিত মারাক (৩০) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী  (আদিবাসী) সম্প্রদায়ের এক যুবক বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রবিত মারাক।
উপজেলার কাংশা ইউনিয়নের  গজনী গ্রামের মৃত নিকোলাসের  ছেলে। বৃদ্ধা মা,স্ত্রী ও  ২শিশু সন্তানসহ ৫ সদস্যের পরিবার রবিত মারাকের।

জায়গা জমি,সহায় সম্বল বলতে কিছুই নেই তার।বন বিভাগের এক টুকরো জমিতে ১২ ফুট দীর্ঘ, ৯ ফুট প্রস্ত একটি দু’চালা একটি ঘর।  ঘরে নেই একটি  চৌকি।নেই বিদ্যুৎ, কুপি বাতি জালিয়ে  এ ঘরে গাদাগাদি করে পরিবারের লোকজন নিয়ে বসবাস করে আসছেন রবিত মারাক। সামান্য
বৃষ্টি হলেই  ঘরে পানি পরে। রবিত মারাক শ্রম বিক্রি ও পাহাড় থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করে পরিবারের সদস্যদের জীবন- জীবিকা নির্বাহ করে আসছিল।
গত ২০২৩ সালের জুলাই  মাসে রবিত মারাক  বাকাকুড়া বাজার থেকে সন্ধ্যার পর  বাড়ি ফিরছিল। এসময়  বেপরোয়া গতীর একটি ট্রলিগাড়ী  তাকে ধাক্কা দিলে ভেঙে যায় হাটুর নিচে থেকে তার বাম পা।
পরে  স্থানীয়রা তাকে  উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও  পরে  তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে রবিত মারাকের  পায়ে পাঁচটি রিং পড়ানো হয়। স্থানীয় লোকজনের আর্থিক সহযোগিতায় প্রায়  ৪ মাস ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার চিকিৎসায় উন্নতি  না হওয়ায়  কর্তব্যরত চিকিৎসকরা  তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দেন।
কিন্তু আর্থিক সংকটে  পরিবারের লোকজন পঙ্গুতে না নিয়ে তাকে নিয়ে আসা হয় বাড়িতে।

এর পর থেকে বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তিনি।  চিকিৎসকরা যে সব ওষুধপত্র লিখে দিয়েছিল তাও খাওয়াতে পরেনি তার পরিবারের লোকজন।
শুধু তাই নয় পরিবারের  একমাত্র উপার্জনক্ষম রবিত মারাক আহত হওয়ায় পরিবারটির দিন কাটছে এখন অনাহারে অর্ধাহারে।

রবিত মারাকের স্ত্রী প্রনতী সাংমা বলেন,
তিনি তার স্বামীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে প্রতিদিন যাচ্ছেন। কিন্তু কোন কাজে আসছে না।  কেউ ১-২ শ টাকা দেয়। সে টাকা দিয়ে চিকিৎসাতো দুরের কথা পেটের ক্ষুধা নিবারন করাও সম্ভব হচ্ছে না।   তারা কোনো দিন খেয়ে কোনো দিন না খেয়ে দিন পার করছেন। ৩০ মার্চ শনিবার এবিষয়ে সরেজমিনে অনুসন্ধানে গিয়ে স্থানীয় লোকজন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বিনাচিকিৎসায় কাতরাচ্ছেন রবিত মারাক। এ বিষয়ে কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, তাকে বিষয়টি আগে কেউ জানান নি। তিনি খোঁজখবর নেবেন বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া বলেন, আমি ব্যক্তিগতভাবে সহায়তা করেছি। এ বিষয়ে আরো সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, পরিবারের খাদ্য সহায়তার জন্য নগদ ৫ হাজার টাকা পাঠান ওই পরিবারের হাতে।  পরবর্তীতে আগামী সপ্তাহে নগদ আরও ৬ হাজার টাকা তার চিকিৎসার জন্য এবং ২/৩ বাণ টিন ও  অন্যান্য সহায়তার  আশ্বাস দেন। সর্বোপরি রবিত মারাকের চিকিৎসার জন্য  সমাজের বৃত্তবানদের কাছে সার্বিক  সহযোগিতার হাত বাড়িয়েছেন পরিবারটি।     

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    পাট থেকে সরে গিয়ে আমাদের অস্তিত্ব হুমকির মুখে -পাট মহাপরিচালক

      নিজস্ব প্রতিবেদক : পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা বলেছেন, পাট থেকে সরে গিয়ে পলিথিনকে আপন করে নিয়ে আমরাই আমাদের অস্তিত্বকে হুমকির মুখে নিয়ে গেছি। তাই আমাদেরকে প্রকৃতির…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে নিত্যপণ্যের দামবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

      নিজস্ব প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।     ৭ ডিসেম্বর শনিবার সকালে শহরের খরমপুর…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ভুটানকে ৭-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ 

    ভুটানকে ৭-১ গোলে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ 

    ১০ বলে ৬ রানে আউট রোহিত। হাসানের তোপে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত

    ১০ বলে ৬ রানে আউট রোহিত।  হাসানের তোপে ৪ উইকেট হারিয়ে চাপে ভারত

    শেরপুরে শহিদ ইছা স্মৃতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত।

    শেরপুরে শহিদ ইছা স্মৃতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত।

    ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল উদ্বোধন।

    ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল উদ্বোধন।

    স্বস্তির জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

    স্বস্তির জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের